রাজস্ব আদায় জুনে কমেছে ১০ হাজার কোটি টাকা, বার্ষিক ঘাটতি ৯২ হাজার কোটি

২০২৪-২৫ অর্থবছরের জুন মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় প্রায় ১০ হাজার কোটি টাকা কমেছে। এনবিআরের প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসে আদায় হয়েছে ৪৩ হাজার ৯২ কোটি টাকা। আগের অর্থবছরের একই মাসে আদায় হয়েছিল ৫৩ হাজার ৪৭ কোটি টাকা। অর্থাৎ আদায় কমেছে ৯ হাজার ৯৫৫ কোটি টাকা।

সাধারণত অর্থবছরের শেষ মাসে রাজস্ব আদায় বেশি হয়। কিন্তু এবারে এনবিআর বিলুপ্তির সিদ্ধান্তের প্রতিবাদে দেড় মাসব্যাপী কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের কারণে আদায়ে বড় ধরনের বিঘ্ন ঘটে।

চলতি অর্থবছরের জন্য এনবিআরের রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা। তবে আদায় হয়েছে ৩ লাখ ৭০ হাজার ৮৭৪ কোটি টাকা। ঘাটতি দাঁড়িয়েছে ৯২ হাজার ৬২৬ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার প্রায় ২০ শতাংশ।

আয়কর ও ভ্রমণ কর খাতে ঘাটতি হয়েছে ৪২ হাজার ৪০৫ কোটি টাকা, ভ্যাটে ২৯ হাজার ৯০৯ কোটি টাকা, এবং শুল্ক খাতে ২০ হাজার ৩১২ কোটি টাকা।

তবে আগের অর্থবছরের তুলনায় রাজস্ব আদায়ে ২ দশমিক ২৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.