বিনিয়োগ ও ঋণপ্রবাহে গতি বাড়াতে নীতি সুদহার কমলো কেন্দ্রীয় ব্যাংক

অর্থনীতিতে তারল্য বাড়ানো ও বেসরকারি খাতে বিনিয়োগ উৎসাহিত করতে নীতি সুদহার (রেপো রেট) কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত আজ বুধবার (১৬ জুলাই) থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, নীতিগত সুদহার ৮ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ সহজ হবে এবং বাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে।

বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি বিভাগ জানিয়েছে, এই পদক্ষেপ অর্থনীতিতে ভারসাম্যপূর্ণ তারল্য বজায় রাখা এবং ঋণ প্রাপ্তি সহজ করার লক্ষ্যেই নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি একটি সম্প্রসারণমূলক মুদ্রানীতির অংশ, যার মাধ্যমে ভোগ ও বিনিয়োগে গতি আনতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

তবে নীতি সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা, অর্থাৎ স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (SLF) এর সুদহার ১১ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। একইভাবে, ওভারনাইট রেপো রেটও আগের মতো ১০ শতাংশেই বহাল রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আশা, এই সিদ্ধান্তের ফলে দেশের আর্থিক খাতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। দ্রুত সময়ের মধ্যেই ঋণপ্রবাহ বৃদ্ধি পাবে এবং বেসরকারি খাতে বিনিয়োগে নতুন গতি আসবে বলে মনে করা হচ্ছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক পুনরুদ্ধারের এই সময়টিতে বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বেসরকারি খাতের ঋণ সুবিধা সহজ হলে, নতুন কর্মসংস্থান ও শিল্পবৃদ্ধির সম্ভাবনাও বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.