আরও ৩১৩ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ডলারের দরপতন ঠেকাতে আন্তঃব্যাংক লেনদেনে আয়োজিত নিলামের মাধ্যমে ২২টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ৩১৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এতে প্রতি ডলারের কাট-অফ রেট নির্ধারিত হয় ১২১ টাকা ৫০ পয়সা।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, হঠাৎ করে ডলারের বিপরীতে টাকার মান বেড়ে যাওয়ায় মুদ্রাবাজারে অস্থিরতা ঠেকাতে এবং রফতানিকারক ও প্রবাসী আয়কারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করছে।

মঙ্গলবার তথা আজকের হস্তক্ষেপের পর আন্তঃব্যাংক বিনিময় হার (বিক্রয়) দাঁড়ায় প্রতি ডলারে ১২১ দশমিক ৫০ টাকা, যা আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বেশি। গত এক সপ্তাহে মার্কিন ডলারের দর ধারাবাহিকভাবে পতনশীল ছিল।

গত সপ্তাহে ডলারের দাম টাকার তুলনায় কমছিল। দরপতন সামাল দিতে বাংলাদেশ ব্যাংক গত সোমবার ১৮ ব্যাংক থেকে ১৭১ মিলিয়ন ডলার কিনেছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ১০ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে হিসাব অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৪ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে, যা এক বছর আগে ছিল ২১ দশমিক ০৬ বিলিয়ন ডলার।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.