জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫-এ দুটি ক্যাটেগরিতে পুরস্কার পেয়েছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান বিকাশ।
মঙ্গলবার (১৫ জুলাই) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এবারের আয়োজনের তৃতীয় আসরে বিকাশকে ‘মোস্ট সাসটেইনেবল ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন অফ দ্য ইয়ার’ এবং ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইনস্টিটিউশনস’ ক্যাটেগরিতে বিজয়ী ঘোষণা করা হয়।
পুরস্কার প্রদানের এই আয়োজন করেছে বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন খাতের প্রতিষ্ঠানকে এসডিজি বাস্তবায়নে অবদান রাখার জন্য স্বীকৃতি দেওয়া হয়।
আর্থিক প্রতিষ্ঠান হিসেবে টেকসই কৌশল, কার্যপ্রণালী এবং অংশীজনদের সঙ্গে কার্যকর সম্পর্ক স্থাপনের উদ্যোগের কারণে বিকাশ ‘মোস্ট সাসটেইনেবল ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন’ হিসেবে বিবেচিত হয়েছে। পাশাপাশি, সরকার, বেসরকারি খাত, সুশীল সমাজ ও কমিউনিটির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে টেকসই উন্নয়নে অংশ নেওয়ার স্বীকৃতি হিসেবে পেয়েছে দ্বিতীয় পুরস্কারটি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান শেখ মো. মনিরুল ইসলাম এবং কমার্শিয়াল বিভাগের প্রধান আলী আহম্মেদ।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.