আইএফআইসি ব্যাংকের মুদ্রা ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকের উদ্যোগে “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত এই কর্মশালায় মুদ্রা ব্যবস্থাপনাকে আরও কার্যকর, সুশৃঙ্খল ও আধুনিক করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (১৫ জুলাই ) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ ব্যাংকের পরিচ্ছন্ন নোট নীতিমালা, নোট রিফান্ড বিধি, নোট বাছাই, জাল নোট শনাক্তকরণ ও প্রতিরোধ, এবং রিপোর্টিং প্রক্রিয়া– এসব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন এবং আব্দুল বাসেদ অংশ নেন। তাঁরা মুদ্রা ব্যবস্থাপনার বিভিন্ন নীতিমালার দিক তুলে ধরেন।

কর্মশালায় আইএফআইসি ব্যাংকের সিলেট শাখার ব্যবস্থাপক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান উইলিয়াম চৌধুরী অংশ নেন।

ঢাকা ও সিলেট অঞ্চলের বিভিন্ন শাখা ও উপশাখা থেকে প্রায় ৪০০ কর্মকর্তা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.