বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের লক্ষ এখন একটাই। বাংলাদেশে ২০২৬ এর ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। এর কোন ব্যতিক্রম হবে না। গণতন্ত্রের প্রশ্নে আপোষ নাই, আমরা নির্বাচন চাই, যে সিদ্ধান্ত হয়েছে সেই সময়েই নির্বাচন চাই।
সোমবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, লন্ডন বৈঠকের পর যখন মানুষের মধ্যে নির্বাচন নিয়ে একটা আশার সঞ্চার হয়েছে, ঠিক সেই সময়ই কয়েকটি রাজনৈতিক মহল, কয়েকটি চক্র বাংলাদেশের রাজনীতিকে ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা করছে। এই ষড়যন্ত্র নতুন নয়। এই চক্রান্তকারীরা বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে। যাতে নির্বাচন না হয়, সেই চেষ্টা তারা করছে। এই পরিকল্পনা অত্যন্ত ভয়াবহ।
মিডফোর্টের ঘটনাকে ঘিরে বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল বক্তব্য দেওয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ধিক্কার জানাতে চাই সেই সব তথাকথিত রাজনৈতিক ব্যক্তিদের যারা তারেক রহমান সম্পর্কে অশ্লীল অশ্রাব্য কথা বলেছেন। তাই বলে আমরা তাদের বিরুদ্ধে অশ্লীল কথা বলবো না।
তিনি আরও বলেন, কেউ কেউ বাংলাদেশে আবারো অস্থিতিশীলতা, অস্থিরতা ও বিভাজন সৃষ্টি করতে চায়। যাতে করে গণতন্ত্রের পথ আরো দীর্ঘায়িত হয়। আমরা যেন কারো পাঁতা ফাঁদে পা না দেই।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.