২ শিশুসন্তানসহ মাকে জবাই করে হত্যা

ময়মনসিংহের ভালুকায় দুই শিশুসন্তানসহ মাকে জবাই করে হত্যা করা হয়েছে। গতকাল রাত কিংবা আজ ভোরে এই হত‍্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) দুপুরের দিকে পৌর এলাকায় একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- ময়না খাতুন, তার মেয়ে রাইসা আক্তার (৪), ও ছেলে মো. নীরব (২)। ময়না খাতুনের স্বামীর নাম মো. রফিকুল ইসলাম।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার দিবাগত রাত কিংবা সোমবার ভোরে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদে জন‍্য আটক করা হয়েছে। তবে ঘটনার সময় স্বামী ঘরে ছিলেন না বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের দেবর পলাতক রয়েছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.