ইসরায়েলি বর্বরতায় গাজায় একদিনে ৯৫ জন নিহত

ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একদিনে আরও অন্তত ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে চলমান আগ্রাসনে মোট নিহতের সংখ্যা ৫৮ হাজার ২৬ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, রোববার গাজার জনবহুল বাজার, নুসেইরাত শরণার্থী শিবিরের পানি সংগ্রহ কেন্দ্রসহ বেশ কয়েকটি স্থানে ইসরায়েলি হামলা চালানো হয়।

গাজার একটি বাজারে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন, যার মধ্যে রয়েছেন শহরের পরিচিত চিকিৎসক আহমেদ কান্দিল। এছাড়া নুসেইরাত শরণার্থী শিবিরে পানির লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন নিহত হন, যাদের বেশিরভাগই শিশু। আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুরা পানি আনতে লাইনে দাঁড়িয়ে ছিল, ঠিক সেই সময় হামলা হয়। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের লক্ষ্য ছিল একজন ফিলিস্তিনি যোদ্ধা। কিন্তু ‘কারিগরি ত্রুটির’ কারণে ক্ষেপণাস্ত্র অন্য স্থানে গিয়ে আঘাত হানে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত মোট নিহতের অর্ধেকের বেশি নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১ লাখ ৩৮ হাজার ৫০০ জন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.