লড়াইয়ের পুঁজি বাংলাদেশের

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচই বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ।

শুরুতে ৩ বল খেলে নুয়ান থুসারার বলে বোল্ড হয়ে আউট হয়েছেন পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের এই ওপেনার রানের খাতাই খুলতে পারেননি। লঙ্কান এই পেসারের প্রথম ওভারের শেষ বলে বড়সড় ড্রাইভ খেলতে চেয়েছিলেন ইমন। তবে ব্যাটে-বলে করতে পারেননি। বল আঘাত হানে সোজা লেগ স্টাম্পে।

দ্বিতীয় ওভারে বাংলাদেশ হারায় আরেক ওপেনার তানজিদ হাসান তামিমের উইকেট। বিনুরা ফার্নান্দোর ওভারের শেষ বলে স্লিপে কুশল পেরেরার হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ৮ বলে ৫ রান করা এই ব্যাটার। এই পেসারের বলে বড় শট খেলতে গিয়ে আউট সাইড এজ হয়ে ক্যাচ দিয়েছেন তানজিদ।

দুই ওপেনারকে হারানোর পর বাংলাদেশের হাল ধরেন অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয়। এরই মধ্যে এই দুজনের দারুণ এক জুটি গড়ে বাংলাদেশের রান বাড়াচ্ছিলেন। তবে এই জুটি ভেঙেছেন বিনুরা। তিনি হৃদয়কে ব্যক্তিগত ৩১ রানে কুশল পেরেরার হাতে ক্যাচ দিতে বাধ্য করেছেন। হৃদয় অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে শর্ট থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দিয়ে ফেরেন। আর তাতেই লিটনের সঙ্গে তার ৬৯ রানের জুটি ভাঙে। মেহেদী হাসান মিরাজ এরপর বেশিক্ষণ থিতু হতে পারেননি। সেই ওভারের চতুর্থ বলে আউট সাইড এজে থুসারাকে ক্যাচ দিয়ে আউট হন মাত্র ১ রান করে।

অন্যপ্রান্তে উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখেছেন লিটন দাস। তিনি ৩৯ বলে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। এ নিয়ে এক বছর পর টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি পেলেন লিটন। দুই হাফ সেঞ্চুরির মাঝে পেরিয়ে গেছে ১৩ ইনিংসও। এরই মধ্যে বাংলাদেশের সংগ্রহ একশ পেরিয়ে গেছে। মাহিশ থিকশানার করা ১৫তম ওভারের চতুর্থ বলে লং অফের ওপর দিয়ে ছক্কা মেরে হাফ সেঞ্চুরি পূরণ করেন লিটন।

শুরুর দিকের ধাক্কা বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন লিটন ও শামীম। দুজনে মিলে ৭৭ রানের জুটিও গড়েছেন। লিটন ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলেছেন। এই ঝড়ো ইনিংসের পথে ৫টি ছক্কা ও ১টি চার মারেন লিটন। জাকের আলী শেষদিকে ৩ রান করে রান আউট হয়ে ফিরেছেন। পরের বলে শামীম আউট হয়েছেন ৪৮ রান করে একভাবে রান আউট হয়ে। মূলত লিটন ও শামীমের ব্যাটে ভর করেই লড়াইয়ের পুঁজি নিশ্চিত করে বাংলাদেশ। ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৭৭ রান।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.