অনুসন্ধান স্থবির, এনবিআরের বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিয়োগ দুদকের

দুর্নীতি দমন কমিশন (দুদক) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে, কিন্তু এনবিআর থেকে প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

দুদকের তদন্ত সূত্র জানায়, সাবেক এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনীম ও সাবেক প্রথম সচিব (প্রশাসন: ভ্যাট ও কাস্টমস) মো. ঈদতাজুল ইসলাম-সহ অন্যদের বিরুদ্ধে অনুসন্ধানে প্রয়োজনীয় রেকর্ড ও নথিপত্র চেয়ে প্রথম চিঠি পাঠানো হয় ১৭ এপ্রিল, কিন্তু তথ্য না আসায় ১৯ মে আবার চিঠি পাঠানো হয় এনবিআর চেয়ারম্যানের কাছে। ২১ মে এনবিআর চিঠিটি গ্রহণ করলেও এখনও পর্যন্ত কোনো রেকর্ড বা তথ্য সরবরাহ করেনি—যা অনুসন্ধানের কাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।

২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর থেকে দুদকের বিশেষ তদন্ত শাখা (CID) এই অনুসন্ধান কার্যক্রম শুরু করে। অনুসন্ধান পরিচালনা করছেন উপপরিচালক মো. সাইদুজ্জামান ও উপসহকারী পরিচালক মো. মিজানুর রহমান।

দুদকের চিঠিতে উল্লেখিত তথ্যের মধ্যে রয়েছে এস আলম গ্রুপ, বেক্সিমকো, সামিট গ্রুপ, বসুন্ধরা ও টিকে গ্রুপের বিরুদ্ধে কর ফাঁকি, রাজস্ব মওকুফ ও অর্থপাচারের অভিযোগ সংক্রান্ত যাবতীয় নথিপত্র, বিশেষ করে এস আলম গ্রুপের প্রায় ৩ হাজার কোটি টাকা এবং বেক্সিমকোর প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকার ভ্যাট মওকুফ সংক্রান্ত তথ্যাদি অন্তর্ভুক্ত ছিল।

সূত্রগুলো জানান, অভিযুক্ত সাবেক এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কিন্তু তথ্য সরবরাহ না করায় তদন্তের অগ্রগতি ব্যাহত হচ্ছে।

এদিকে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান শুক্রবার এনবিআরের তথ্য সরবরাহ না করার কারণ নিয়ে কোনো মন্তব্য করেননি।

দুদকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী এনবিআরের ছয় প্রধান কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে—যারা মূলত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতৃস্থানীয় সদস্য। এই কর্মকর্তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শুল্ক, কর ও ভ্যাট ফাঁকির সুযোগ করে দেওয়ার অভিযোগ রয়েছে

এর পাশাপাশি দুদক আরও পাঁচ কর্মকর্তা-এর বিষয়ে পৃথক অনুসন্ধান শুরু করেছে, যাদের সাম্প্রতিক সংস্কার আন্দোলনে ভূমিকা ছিল ।

দুদক রয়েছে সুপারিশ করেছে যে, আয়কর আইন ২০২৩-এর ধারা ৩০৯ অনুযায়ী এনবিআর নির্ধারিত তথ্য সরবরাহ বন্ধ রাখছে খুব সময়সাপেক্ষ আদালত আদেশ ছাড়া—যা অনুসন্ধানে গভীর অন্তরায় তৈরি করছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.