উদ্যোক্তা ও ব্যবসা উন্নয়নবিষয়ক সার্টিফিকেশন প্রোগ্রাম চালু করছে প্রাইম ব্যাংক ও আইবিএ

দেশজুড়ে উদ্যোক্তা উন্নয়ন ও টেকসই ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলার লক্ষ্যে ‘এন্টারপ্রেনারশিপ ও বিজনেস ডেভেলপমেন্ট’ বিষয়ে যৌথভাবে একটি সার্টিফিকেশন প্রোগ্রাম চালু করতে যাচ্ছে প্রাইম ব্যাংক পিএলসি. এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)।

রোববার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাইম ব্যাংক ও আইবিএ এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষর করে।

ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আট সপ্তাহব্যাপী এই সার্টিফিকেশন কোর্সে অংশগ্রহণকারীদের জন্য থাকছে ব্যবসায়িক পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, বিপণন কৌশল, ডিজিটাল সার্ভিস ব্যবস্থাপনা ও নেতৃত্ব বিকাশ-সহ নানা বিষয়ে প্রশিক্ষণ। এতে খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরিচালনায় থাকবে কেস স্টাডি, ইন্টারঅ্যাকটিভ আলোচনা ও বাস্তবভিত্তিক সমস্যা সমাধান প্রশিক্ষণ, যা অংশগ্রহণকারীদের সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা বাড়াবে এবং উদ্যোগ গ্রহণের মানসিকতা তৈরি করবে।

প্রোগ্রামটি সবার জন্য উন্মুক্ত থাকলেও, অংশগ্রহণকারীদের একটি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে বাছাই করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি’র পক্ষে চুক্তিনামা হস্তান্তর করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী, এবং আইবিএ-এর পক্ষে ছিলেন অধ্যাপক শেখ মোর্শেদ জাহান।

এসময় আরও উপস্থিত ছিলেন আইবিএ-এর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের কোঅর্ডিনেটর মো. রিদওয়ানুল হক (পিএইচপি); অধ্যাপক মো. মহিউদ্দিন (পিএইচডি); অধ্যাপক খালেদ মাহমুদ (পিএইচডি) এবং অধ্যাপক ড. সুতাপা ভট্টাচার্য (জিপিএইচআর)।

আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে দেশের উদ্যোক্তাদের মাঝে ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব গুণাবলীর বিকাশ এবং নতুন উদ্যোগ তৈরির সক্ষমতা অর্জনের সুযোগ তৈরি হবে।

এ প্রসঙ্গে প্রাইম ব্যাংকের এক নির্বাহী বলেন, “এই প্রোগ্রাম বাংলাদেশের উদ্যোক্তা উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আমাদের প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন।”

অন্যদিকে আইবিএর পক্ষ থেকে জানানো হয়, “দেশজুড়ে উদ্যোক্তা কমিউনিটির মধ্যে নেতৃত্ব গুণাবলী ও ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধিতে আমাদের এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ।”

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.