এবি ব্যাংকের স্থানান্তরিত পাহাড়তলী শাখার উদ্বোধন

এবি ব্যাংকের পাহাড়তলী শাখা সম্প্রতি চট্টগ্রাম জেলার আকবরশাহ-এর এ.কে. খান মোড়ের জাকির হোসেন রোড সংলগ্ন গ্রীন গুলবাহার টাওয়ার-এ স্থানান্তরিত হয়েছে।

রবিবার (১৩ জুলাই) ব্যাংকটি এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে।

এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মিজানুর রহমান ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আধুনিক ব্যাংকিং সুবিধা সম্পন্ন এ শাখাটির উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অর্থসংবাদ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.