তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে হারে লিটন দাস। টস আগে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ফলে আগে ব্যাটিং করে বাংলাদেশ।
ইনিংসের দ্বিতীয় বলেই চামিকা করুনারত্নেকে চার মেরে শুরু করেছিলেন পারভেজ হোসেন ইমন। পরের ওভারে চার মেরেছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। তৃতীয় ওভারে বিনুরা ফার্নান্দোর শর্ট লেংথ ডেলিভারিতে ডিপ মিড উইকেট দিয়ে ম্যাচের প্রথম ছক্কা মেরেছেন পারভেজ ইমন। তিন পেসার ৩ ওভারে ২৪ রান দেয়ায় চতুর্থ ওভারে স্পিনার মাহিশ থিকশানাকে ডেকে আনেন চারিথ আসালাঙ্কা। ডানহাতি স্পিনারকে পারভেজ ইমন মেরেছেন ৩ চার। সেই ওভার থেকে এসেছে ১৪ রান। সবমিলিয়ে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। প্রথম চার ওভারে কোন উইকেট না হারিয়ে ৩৮ রান তুলেছেন ইমন ও তানজিদ।
পারভেজ হোসেন ইমন একপ্রান্ত ব্যাট হাতে ঝড় তুললেও অন্যপ্রান্তে দেখেশুনে খেলছিলেন তানজিদ হাসান তামিম। নুয়ান থুসারার আগের বলেই ফ্লিক করে ডিপ মিড উইকেট দিয়ে চার মেরেছিলেন তিনি। ডানহাতি পেসারের পরের লো ফুলটস ডেলিভারিতে একইভাবেই ফ্লিক করতে চেয়েছিলেন বাঁহাতি এই ওপেনার। তবে মিড উইকেটে থিকশানার হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন ১৭ বলে ১৬ রান করা তানজিদ।
প্রথম ওয়ানডেতে ব্যর্থ হওয়ার পর বাকি দুই ম্যাচে একাদশের বাইরে থাকতে হয়েছিল লিটন দাসকে। এবার প্রথম টি-টোয়েন্টিতে নেমে মাত্র ৭ রান করে আউট হয়েছেন তিনি। শুরু থেকেই হাঁসফাঁস করতে থাকা লিটন জেফরি ভ্যানডারসের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন। আউট থেকে বাঁচতে রিভিউ নিয়েছিলেন লিটন। তবে রক্ষা পাননি। ১১ বলের ইনিংসে কোনো বাউন্ডারি মারতে পারেননি লিটন। এ নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ নিয়ে টানা ১৩ ইনিংসে পাঞ্চাশের আগেই আউট হয়েছেন তিনি।
ভালোই শুরু করেছিলেন পারভেজ হোসেন ইমন। অন্যপ্রান্তে ব্যাটারদের আসা যাওয়া থাকলেও সাবলীল খেলছিলেন ইমন। তবে থিতু হতে পারেননি। মাহিশ থিকশানার ফুলার লেন্থের বলে লং অফ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে টাইমিংয়ের গড়বড় করে দাসুন শানাকাকে ক্যাচ দেন বাংলাদেশের এই ওপেনার। তিনি আউট হয়েছেন ৩৮ রান করে।
তাওহীদ হৃদয়কে ফেরাতে টানা অফ স্টাম্পের বাইরে বোলিং করে যাচ্ছিলেন দাসুন শানাকা। লঙ্কান মিডিয়াম পেসারের বল যেন খেলতেই পারছিলেন না তিনি। শেষ পর্যন্ত অফ স্টাম্পের বাইরের বলেই কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ১৩ বলে ১০ রান করা হৃদয়। মাহিশ থিকশানার ফুলার লেংথ ডেলিভারিতে এক্সট্রা কভারের উপর দিয়ে খেলার চেষ্টায় চারিথ আসালাঙ্কার হাতে ক্যাচ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের ব্যাটে ভালো শুরু পাওয়া বাংলাদেশ প্রথম ৬ ওভারে এক উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছিল বাংলাদেশ। এমন ভালো শুরু পেলেও সেটা কাজে লাগাতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত প্রথম টি-টোয়েন্টিতে ১৫৪ রানে থামতে হয়েছে বাংলাদেশ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.