টসে হারল বাংলাদেশ, একাদশে নেই মুস্তাফিজ

নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমদের ব্যাটে প্রথম টেস্ট ড্র করলেও কলম্বোতে গিয়ে শ্রীলঙ্কার সঙ্গে পেরে উঠতে পারেনি বাংলাদেশ। টেস্টের পর ওয়ানডে সিরিজেও হেরেছে সফরকারীরা। দ্বিতীয় ওয়ানডেতে পাওয়া জয় কেবল হোয়াইটওয়াশ এড়িয়েছে মেহেদী হাসান মিরাজদের। টেস্ট এবং ওয়ানডের পর টি-টোয়েন্টির লড়াইয়ে নামছে বাংলাদেশ।

২০ ওভারের ক্রিকেটেও বাংলাদেশের সময়টা ভালো যাচ্ছে না একেবারে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিরিজ হারা টাইগাররা পাকিস্তানের সঙ্গে হোয়াটইওয়াশ হয়েছে। কলম্বোর পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে জিতে নিশ্চিতভাবেই নিজেদের ফিরে পেতে চাইবেন লিটন দাসরা।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরেছেন লিটন দাস। টস আগে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ফলে আগে ব্যাটিং করতে হবে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ – লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, জাকের আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহেমদ, রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.