শেষদিকে পরপর টানা তিন ওভারে তিন উইকেট হারায় শ্রীলঙ্কা। তাসকিন আহমেদের বলে অফ সাইডে উড়িয়ে মারতে গিয়েছিলেন দুনিথ ওয়েলালাগে। কিন্তু বল উঠে যায় ওপরে। কাভার থেকে ডানে সরে এসে দারুণ ক্যাচ নেন শামীম পাটোয়ারি। ৬ রানে ফেরেন ওয়েলালাগে। এরপর শ্রীলঙ্কার রান বাড়ান ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুশমান্থ চামিরা। আর তাতেই শ্রীলঙ্কা ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে।
এদিকে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮৫ রানের বেশি লক্ষ্য তাড়া করে জয়ের নজির আছে মাত্র তিনটি। এরপরও তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে ভালো শুরুর পর বড় স্বপ্ন দেখছিল বাংলাদেশ। দুই ওপেনার মিলে যোগ করেছিলেন ১৯ রানও। এরপর হুট করেই বিপর্যয়।
পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তানজিদ ১৩ বলে ১৭ রান করে আসিথ ফার্নান্দোর শিকার হয়েছেন। এরপর নাজমুল হোসেন শান্ত বোল্ড হয়েছেন দুশমান্থ চামিরার বলে ২০ রানের মধ্যে ২ উইকেট হারালো টাইগাররা। তিন চারে দারুণ শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি ওপেনার তানজিদ। ফার্নান্দোর বল ফ্লিক করতে গিয়ে প্যাডে লেগে স্টাম্প হারান তানজিদ। এর ফলে ভাঙে বাংলাদেশের ওপেনিং জুটি। এরপর ৩ বল খেলে কোনো রান করতে পারেননি শান্ত। চামিরার বল পুশ করতে গিয়ে অফ স্টাম্পের কানায় বল লেগে বোল্ড হন শান্ত।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.