ইয়েমেনে হামলার জবাবে ইসরায়েলে পাল্টা হামলা

ইয়েমেনের তিন বন্দরে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী হুথি। দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল আল মাসিরাহে সম্প্রচারিত এক বক্তব্যে এ তথ্য জানিয়েছেন হুথি মুখাপাত্র ইয়াহিয়া সারি।

তিনি বলেছেন, প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন এয়ারপোর্ট, আশদোদ সমুদ্রবন্দর এবং দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলনের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে লক্ষ্য করে শব্দের চেয়ে ৫গুণ বেশি গতিসম্পন্ন (হাইপারসনিক) ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সেই সঙ্গে দক্ষিণ ইসরায়েলের এইলাদ বন্দরকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে আটটি বিস্ফোরকবাহী ড্রোন।

ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ঠিকমতো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে দাবি করে নিজ বক্তব্যে ইয়াহিয়া সারি বলেন, “আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে এবং ইসরায়েলি ইন্টারসেপ্টর আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ধ্বংস করতে ব্যর্থ হয়েছে।”

সোমবার ভোরের দিকে ইয়েমেনের হুদায়দাহ, রাস ইসা, ও সাইফ বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ পরে সাংবাদিকদের জানিয়েছেন, ইয়েমেনের হুথি গোষ্ঠীর বিরুদ্ধে ‘অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ’ –নামের একটি বিশেষ অভিযান শুরু করেছে আইডিএফ। সেই অবিযানের অংশ হিসেবে চালানো হয়েছে এ হামলা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.