সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (০৭ জুলাই) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে সবথেকে বেশি দর কমেছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেডের।
সূত্রমতে এদিন, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৯ টাকা বা ৬ দশমিক ৩১ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের দর কমেছে আগের দিনের তুলনায় ৪ দশমিক ১০ শতাংশ। আর ৪ দশমিক ০৫ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে লাভেলো আইসক্রিম।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সাইফ পাওয়ারটেক, মেঘনা কনডেন্সড মিল্ক, অ্যাপোলো ইস্পাত, ফারইস্ট ফাইন্যান্স, নিউলাইন ক্লোথিং, ইসলামিক ফাইন্যান্স এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.