আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে দেশ এগোবে বলেও বিশ্বাস করেন তিনি।
সোমবার (৭ জুলাই) সকালে সিলেট পৌঁছে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পরে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় যোগ দেন, যা সিলেট জেলা ও মহানগর বিএনপির সহযোগিতায় আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, “নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। দেশের অগ্রযাত্রা সঠিক পথে পরিচালিত করতে হলে জনগণের মতামতের ভিত্তিতেই সরকার গঠন করতে হবে।”
তিনি বলেন, “ছাত্র-জনতার আন্দোলন, বিশেষ করে জুলাই মাসের রক্তাক্ত ছাত্র গণঅভ্যুত্থান আমাদের যে নতুন পথ দেখিয়েছে, তা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
আজ দুপুর ২টায় সিলেটে জেলা বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের হত্যাকাণ্ডের শিকার সিলেটের সব শহীদ পরিবারের সদস্যদের সম্মানে বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন মির্জা ফখরুল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.