পরিকল্পনার চেয়ে বেশি জ্বালানি তেল উত্তোলনের সিদ্ধান্ত ওপেক প্লাসের

পরিকল্পনার তুলনায় আগস্টে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন আরো বাড়াবে ওপেক প্লাস। এ সময় মোট উত্তোলন বৃদ্ধির পরিমাণ দাঁড়াবে দৈনিক ৫ লাখ ৪৮ হাজার ব্যারেল। গতকাল অনুষ্ঠিত বৈঠকে জোটটি এমন সিদ্ধান্ত নিয়েছে। খবর রয়টার্স।

পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক ও রাশিয়াসহ অন্যান্য সহযোগী দেশ নিয়ে গঠিত ওপেক প্লাস। এ সংগঠনভুক্ত দেশগুলো বিশ্বের প্রায় অর্ধেক জ্বালানি তেল সরবরাহ করে। ওপেক প্লাস জ্বালানি তেলের দাম সমর্থনের উদ্দেশ্যে ২০২২ সাল থেকে উত্তোলন কমিয়ে আসছিল। তবে বাজারে অংশীদারত্ব পুনরুদ্ধারসহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের পর ক্রমে উত্তোলন আবার বাড়াচ্ছে জোটটি।

এর আগে মে, জুন ও জুলাইয়ে ওপেক প্লাস দৈনিক ৪ লাখ ১১ হাজার ব্যারেল জ্বালানি তেল উত্তোলন বৃদ্ধির অনুমোদন দিয়েছিল। এপ্রিলে এ পরিমাণ ছিল দৈনিক ১ লাখ ৩৮ হাজার ব্যারেল।

ওপেক প্লাস বলছে, স্থিতিশীল বৈশ্বিক অর্থনীতি ও মজুদ কমে যাওয়ায় জ্বালানি তেল সরবরাহ বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে সাপ্তাহিক লেনদেনের শেষদিন শুক্রবার অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ব্যারেলে ৫০ সেন্ট বা দশমিক ৭ শতাংশ কমেছে। ব্যারেলপ্রতি মূল্য স্থির হয়েছে ৬৮ ডলার ৩০ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫০ সেন্ট বা দশমিক ৭৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি মূল্য নেমেছে ৬৬ ডলার ৫০ সেন্টে।

খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, ওপেক প্লাসের উত্তোলন বৃদ্ধির খবরে আন্তর্জাতিক বাজারে শুক্রবার জ্বালানি তেলের দাম কমে গিয়েছিল।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.