রাজধানীর খিলক্ষেত থেকে নিখোঁজ হওয়া জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান সুস্থ অবস্থায় নিজ বাসায় ফিরেছেন।
রবিবার (৬ জুলাই) ভোরে খিলক্ষেতের নামাপাড়ার সুস্থ অবস্থায় নিজ বাসায় ফিরেছেন।
বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, মুশফিকুর রহমান ব্যক্তিগত কারণে কুয়াকাটা গিয়েছিলেন এবং পরে নিজেই বাসায় ফিরে আসেন।
এর আগে, শুক্রবার দুপুরের পর থেকে তার কোনও খোঁজ না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। এরপর মুশফিকুর রহমানের সন্ধানে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্বজনরা।
জনতা ব্যাংকের কোম্পানি সচিব আবদুল আলিম খান গণমাধ্যমকে জানান, শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে মুশফিকুর রহমান বাসার সামনে থেকে একটি রিকশায় ওঠেন। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে কেউ কিছু জানতে পারেনি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.