লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩আই সিরিজের ৫টি নতুন মডেল বাজারে আনলো গ্লোবাল ব্র্যান্ড

রেপটর লেক (Raptor Lake) প্রজন্মের পাওয়ারফুল প্রসেসর, স্টাইলিশ ডিজাইন আর আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বাজারে এলো লেনোভো আইডিয়াপ্যাড স্লিম থ্রি আই (IdeaPad Slim 3i) সিরিজের একদম নতুন পাঁচটি মডেল।

শনিবার (৫ জুলাই) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়ে, গ্লোবাল ব্র্যান্ড পিএলসি (Global Brand PLC) জানিয়েছে, শিক্ষা, অফিস কিংবা দৈনন্দিন কাজ — সব ক্ষেত্রেই এই সিরিজের ল্যাপটপগুলো দ্রুত, সহজ ও ঝামেলামুক্ত অভিজ্ঞতা দিতে সক্ষম। নতুন মডেলগুলোতে রয়েছে ইন্টেল কোর আই (Intel Core i) প্রসেসর, ডিডিআর ফাইভ (DDR5) র‍্যাম এবং মিলিটারি গ্রেড (Military-grade) মানের টেকনোলজি। প্রতিটি মডেলেই রয়েছে টিইউভি লো ব্লু লাইট (TÜV Low Blue Light) সার্টিফিকেশন, ডলবি অডিও (Dolby Audio), ওয়াই-ফাই সিক্স (Wi-Fi 6) এবং প্রি-ইনস্টলড উইন্ডোজ ইলেভেন হোম (Windows 11 Home)।

আইডিয়াপ্যাড স্লিম থ্রি আই (Model: 83K100F6LK)
১৫.৩ ইঞ্চির বড় ডিসপ্লে, ইন্টেল কোর আই ফাইভ-১৩৪২০এইচ (Intel Core i5-13420H) প্রসেসর এবং ১৬ জিবি ডিডিআর ফাইভ র‍্যাম। এটি মূলত শিক্ষার্থীদের জন্য উপযোগী, যারা পড়াশোনা, মুভি দেখা এবং লাইট মাল্টিটাস্কিং করতে চায়।

আইডিয়াপ্যাড স্লিম থ্রি আই (Model: 83K00062LK)
১৪ ইঞ্চির হালকা ওজনের (মাত্র ১.৩৯ কেজি) ল্যাপটপ, যা সহজেই ক্যাম্পাস, অফিস বা কফিশপে বহনযোগ্য।

আইডিয়াপ্যাড স্লিম থ্রি আই (Model: 83K4003TLK)
রেপটর লেক রিফ্রেশ কোর আই ফাইভ ২১০এইচ (Core i5 210H) প্রসেসরযুক্ত বাজেট ফ্রেন্ডলি (Budget-friendly) একটি মডেল, যার পারফরম্যান্সও যথেষ্ট শক্তিশালী।

আইডিয়াপ্যাড স্লিম থ্রি আই (Model: 83K40043LK)
এতে রয়েছে ২৪ জিবি ডিডিআর ফাইভ র‍্যাম, ব্যাকলিট (Backlit) কীবোর্ড ও প্রাইভেসি শাটার (Privacy Shutter) ক্যামেরা — হাই-টাস্কিং এবং নিরাপত্তা সচেতন ব্যবহারকারীদের জন্য এক কথায় আদর্শ।

আইডিয়াপ্যাড স্লিম থ্রি আই (Model: 83K40042LK)
রেপটর লেক রিফ্রেশ কোর আই সেভেন ২৪০এইচ (Core i7 240H) প্রসেসর এবং ২৪ জিবি র‍্যামসহ এটি মূলত পাওয়ার ইউজারদের জন্য প্রিমিয়াম প্যাকেজ।

প্রতিটি মডেলেই থাকছে ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং এখন থেকেই ল্যাপটপগুলো পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসির ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউজে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.