বিদায়ী সপ্তাহে (২৯ জুন-০৩ জুলাই) ) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ টি কোম্পানির মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি। সপ্তাহের ব্যবধানে ইসলামী ব্যাংকের দর বেড়েছে ১০ টাকা ৫০ পয়সা বা ৩১ দশমিক ২৫ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এসএমইএলএলইসি মিউচুয়াল ফান্ড। প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ২০ দশমিক ৭২ শতাংশ। এছাড়া ২০ শতাংশ দর বৃদ্ধি নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে রূপালী ব্যাংক পিএলসি।
এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউনিয়ন ক্যাপিটালের দর বেড়েছে ১৯ দশমিক ০৫ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ১৫ দশমিক ৩২ শতাংশ, মেঘনা পেটের ১৪ দশমিক ৯৩ শতাংশ, ড়েশ জেনারেল ইন্স্যুরেন্সের ১৪ দশমিক ৪২ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ১২ দশমিক ৮৭ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ১২ দশমিক ৫০ শতাংশ এবং ইন্দো-বাংলা ফার্মার ১২ দশমিক ১০ শতাংশ।
অর্থসূচক/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.