২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৫৪২

গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১১০৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৪৩৩ জন।

শনিবার (৫ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১০৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৪৩৩ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৫৪২ জনকে।

অভিযানে একটি এসএমজি, বিদেশি পিস্তল একটি, ম্যাগাজিন দুইটি, রাইফেলের গুলি ৬১ রাউন্ড, পিস্তলের গুলি ৮ রাউন্ড।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.