বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক নেটওয়ার্কিং সভা।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) এই সভার আয়োজন করে। এতে দুই দেশের ব্যবসায়িক প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ ও কূটনীতিকরা অংশগ্রহণ করেন।
সভায় ওষুধ, সার্জিক্যাল সামগ্রী, ইলেক্ট্রনিকস পণ্য, টেক্সটাইল ও শিল্পের মধ্যবর্তী যন্ত্রাংশ খাতে পারস্পরিক সহযোগিতা ও যৌথ ব্যবসার ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরা হয়। বক্তারা বলেন, এই খাতগুলোতে যৌথভাবে কাজ করলে দুই দেশই লাভবান হবে।
সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই-এর প্রশাসক হাফিজুর রহমান। তিনি বলেন, “ইলেক্ট্রনিকস ও মোটরযন্ত্রাংশ ছাড়াও ওষুধ, সার্জিক্যাল সামগ্রী ও টেক্সটাইল খাতে দুই দেশের মধ্যে ব্যাপক সম্ভাবনা রয়েছে।” তিনি জানান, বাংলাদেশের এফবিসিসিআই এবং পাকিস্তানের এফপিসিসিআই যৌথভাবে কাজ করবে এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর করা হবে।
সভায় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ। তিনি বলেন, “ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক দৃঢ় হলে বাণিজ্য ও বিনিয়োগ উভয়ই বাড়বে।” তিনি ভবিষ্যতেও এই ধরনের নেটওয়ার্কিং সভা চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সাবেক পরিচালক নাসরিন ফাতেমা আউয়াল, মহাসচিব মো. আলমগীর এবং আন্তর্জাতিক বিষয়ক প্রধান জাফর ইকবাল এনডিসি।
দুই দেশের ব্যবসায়ীরা এই সভাকে ভবিষ্যতের জন্য ইতিবাচক একটি পদক্ষেপ হিসেবে দেখছেন এবং যৌথ উদ্যোগে ব্যবসা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছেন।
অর্থসূচক/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.