ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির কাছে ৬৫ জন যাত্রী বহনকারী একটি ফেরি ডুবে ৪৩ জন নিখোঁজ রয়েছেন। ফেরিটিতে ৫৩ জন যাত্রী, ১২ জন ক্রু এবং ২২টি যানবাহন (যার মধ্যে ১৪টি ট্রাক ছিল) ছিল বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। নিখোঁজদের সন্ধানে বুধবার রাত থেকেই নয়টি নৌযান (যার মধ্যে দুটি টাগবোট ও দুটি ইনফ্ল্যাটেবল বোট রয়েছে) দুই মিটার উচ্চতার ঢেউয়ের মধ্যে কাজ চালাচ্ছে।
আল জাজিরা বলছে, ফেরিডুবির এই ঘটনায় এখন পর্যন্ত ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের অনেকেই দীর্ঘ সময় ঢেউয়ের মধ্যে ভেসে থাকার পর অচেতন হয়ে পড়েছিলেন।
বানিউওয়াঙ্গির পুলিশ প্রধান রামা সম্তামা পুত্র জানিয়েছেন, ভুক্তভোগীদের উদ্ধারের সময় সাগরে ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় দুই মিটার (৬.৫ ফুট)। উদ্ধারে অংশ নিয়েছে ৯টি নৌযান, যার মধ্যে দুইটি টাগ বোট ও দুইটি রাবার বোটও রয়েছে।
ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার (২ জুলাই) রাতে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে ছাড়ার প্রায় আধা ঘণ্টা পরই কেএমপি তুনু প্রতমা জয়া নামে ফেরিটি ডুবে যায়। ফেরিটি ৫০ কিলোমিটার দূরের বালির গিলিমানুক বন্দরের দিকে যাচ্ছিল।
বান্যুয়াঙ্গি পুলিশের প্রধান রামা সম্তামা পুত্রা জানান, দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের অনেকেই ঢেউয়ের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা ভেসে থেকে অজ্ঞান হয়ে পড়েছিলেন।
⛴️⛴️#Ferry capsizes & sinks in #Bali #Indonesia off #Ketapang .
It carried 53 pax, 12 crew members, 22 vehicles. #BASARNAS rescued 23, 38 are missing, with 4 deaths.
Indonesia is an Archipelago of 17,000 islands & such accidents are common.#SumatraIslands pic.twitter.com/bsZN4exMLa— Dr. Subhash (@Subhash_LiveS) July 3, 2025



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.