বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২৫–২০২৭ মেয়াদের জন্য মোহাম্মদ জহিরুল ইসলাম সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড সনি।
বুধবার (২ জুলাই) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানান হয়, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী জহিরুল ইসলাম সম্প্রতি বিসিএস’র নেতৃত্বে আসেন। এই উপলক্ষে রাজধানীর জহির স্মার্ট টাওয়ারে তাঁর কার্যালয়ে গিয়ে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস। তাঁর সঙ্গে ছিলেন আরএমডিসি সনি সাউথ ইস্ট এশিয়া’র টিভি প্রোডাক্ট মার্কেটিং বিভাগের প্রোডাক্ট ম্যানেজার মিস কেমনুজ ম্যাকাইভ্যালিত মিং।
শুভেচ্ছা বার্তায় রিকি লুকাস বলেন, “বাংলাদেশের আইসিটি খাতের অগ্রযাত্রায় মোহাম্মদ জহিরুল ইসলামের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিসিএস’র সভাপতি হিসেবে তাঁর নেতৃত্বে খাতটি আরও উন্নত ও আধুনিক হবে বলে আমরা বিশ্বাস করি।”
জবাবে মোহাম্মদ জহিরুল ইসলাম সনি’র কর্মকর্তাদের শুভেচ্ছা ও উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও দেশের প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে সম্মিলিত প্রয়াসের ওপর গুরুত্বারোপ করেন।
অর্থসূচক/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.