শুধু প্রযুক্তিই নয়, অংশীদারিত্বের বন্ধনও শ্লোগানে ‘ব্রাদার পার্টনার ডে ২০২৫’ উদযাপন

প্রযুক্তির উৎকর্ষ ও অংশীদারিত্বের সফল যাত্রা উদযাপন করতে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি ও ব্রাদার গালফ কর্পোরেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ব্রাদার পার্টনার ডে ২০২৫’। রাজধানীতে অনুষ্ঠিত এই জমকালো আয়োজনটি ছিল ব্রাদার ব্র্যান্ডের দীর্ঘদিনের সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অংশীদারদের অবদানের প্রতি সম্মান জানানো এক বিশেষ উপলক্ষ।

বুধবার (২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন ব্রাদার গালফ কর্পোরেশনের সেলস ডিরেক্টর আমিত আলী। তিনি ব্রাদার-এর কৌশলগত পরিকল্পনা, বৈচিত্র্যপূর্ণ পণ্য পোর্টফোলিও, বাংলাদেশে ব্র্যান্ডটির অবস্থান এবং ভবিষ্যৎ রোডম্যাপ তুলে ধরেন। এছাড়াও, তিনি ব্রাদার-এর প্রযুক্তিগত দিক ও ব্যবহারিক উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, যা অতিথিদের জন্য ছিল একটি ইন্টার‍্যাকটিভ অভিজ্ঞতা।

পরে বক্তব্য রাখেন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, উপ-ব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দীন খোন্দকার, ও চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ। তাঁরা বলেন, ব্রাদার-এর সঙ্গে গ্লোবাল ব্র্যান্ডের ১৯ বছরের সফল পার্টনারশিপ গড়ে উঠেছে পারস্পরিক আস্থা, দক্ষতা ও উদ্ভাবনের ভিত্তিতে। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, ব্রাদার-এর অত্যাধুনিক প্রযুক্তি ও গ্রাহককেন্দ্রিক উদ্ভাবন ভবিষ্যতে আরও উন্নত সমাধান ও বাজারে নেতৃত্ব নিশ্চিত করবে।

অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় “পার্টনার রিকগনিশন” সেশন, যেখানে ব্রাদার-এর দীর্ঘদিনের চ্যানেল পার্টনারদের সম্মাননা প্রদান করা হয়। তাঁদের নিরলস পরিশ্রম, প্রতিশ্রুতি ও পার্টনারশিপে অসামান্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক।

আয়োজনের শেষ অংশে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও গালা ডিনার, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল এক আনন্দঘন পরিসমাপ্তি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.