চ্যাম্পিয়ন্স ট্রফির পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে আবারও ওয়ানডে ক্রিকেট খেলতে নেমেছে বাংলাদেশ। চলতি বছরের শুরুতে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। স্বাভাবিকভাবেই মিডল এবং লোয়ার অর্ডারে তরুণ কাউকে দেখার সুযোগ হবে বাংলাদেশের। এ ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশের নতুন শুরু অধিনায়কত্বেও। নাজমুল হোসেন শান্তকে সরিয়ে কদিন আগেই ওয়ানডে অধিনায়কত্ব দেয়া হয়েছে মেহেদী হাসান মিরাজ। স্থায়ী অধিনায়ক হিসেবে এটিই তাঁর প্রথম সিরিজ।
অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই টস হেরেছেন তিনি। কলম্বো প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ফলে টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ।
সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে পারভেজ হোসেন ইমন ও তানভীর ইসলামের। অসুস্থতার কারণে একাদশে নেই লেগ স্পিনার রিশাদ হোসেন। স্পিন বিভাগে মিরাজের সঙ্গে থাকছেন তানভীর। পেস বোলিংয়ে তাসকিন আহমেদের সঙ্গে আছেন মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
এদিকে ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়ে ২ বছর পর বাংলাদেশের ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন নাইম শেখ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সুযোগ হয়নি বাঁহাতি ওপেনারের। তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেন করতে দেখা যাবে পারভেজ হোসেন ইমনকে। বাংলাদেশের হয়ে ১২ টি-টোয়েন্টি খেলা ইমনের ওয়ানডে অভিষেক হচ্ছে আজ। বাঁহাতি ওপেনারের পাশাপাশি অভিষেক হয়েছে তানভীর ইসলামের। বাংলাদেশের জার্সিতে ৬ টি-টোয়েন্টি খেলেছেন বাঁহাতি এই স্পিনার।
এ ছাড়া মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে নতুন যুগের শুরু হচ্ছে বাংলাদেশের। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। তাদের দুজনের অবসরের মাধ্যমে পঞ্চপাণ্ডবকে ছাড়া খেলতে নামতে হচ্ছে বাংলাদেশকে। ২০ বছর এবং ৩৩১ ওয়ানডে পর সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ এবং মুশফিকের কেউই নেই বাংলাদেশের একাদশে। সবশেষ ২০০৫ সালের ৪ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তাদের ছাড়াই ম্যাচ খেলেছিল বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মিলান রত্নায়েকে, মাহিশ থিকশানা, এসান মালিঙ্গা ও আসিথা ফার্নান্দো।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.