টিভিতে আজ দেখা যাবে যেসব খেলা (০২ জুলাই)

প্রতিদিনই টেলিভিশনের পর্দায় ক্রীড়াপ্রেমীদের জন্য থাকে অনেক খেলা। পছন্দের দল বা পছন্দের খেলা লাইভ দেখতে অপেক্ষায়ও থাকি আমরা। অনেক সময় জানাও থাকে না খেলাটি কখন কোন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে লাইভ সম্প্রচার হবে। আজ (০২ জুলাই) কোন চ্যানেল কোন কোন খেলা দেখাবে তা একনজরে দেখে নিই।

 

ক্রিকেট (সরাসরি)

  • বাংলাদেশ-শ্রীলঙ্কা: প্রথম ওয়ানডে

বেলা ৩টা, টি স্পোর্টস, নাগরিক টিভি

  • ইংল্যান্ড-ভারত: দ্বিতীয় টেস্ট, প্রথম দিন

বিকেল ৪টা, সনি স্পোর্টস

ফুটবল

এএফসি উইমেন’এশিয়ান কাপ বাছাই

  • বাংলাদেশ-মায়ানমার:

বেলা ৩টা ৩০ মিনিট

পাইওন প্লে স্পোর্টস/ইউটিউব

ফিফা ক্লাব বিশ্বকাপ

বরুসিয়া ডর্টমুন্ড-মন্তেরেই:

সকাল ৭টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ

টেনিস

উইম্বলডন: দ্বিতীয় রাউন্ড

বিকেল ৪টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.