যমুনা ব্যাংক পিএলসি নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নিয়োগ দিয়েছে। তিনি মঙ্গলবার (১ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেছেন।
ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে অভিজ্ঞ এই ব্যাংকার ব্যাংকিং খাতে দক্ষতা, নেতৃত্ব ও পেশাদারিত্বের জন্য সুপরিচিত।
যমুনা ব্যাংকে যোগদানের আগে তিনি সিটি ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও ক্লাস্টার হেড হিসেবে কর্মরত ছিলেন। সেখানে তিনি হোলসেল ব্যাংকিং বিভাগের অধীনে পাবলিক সেক্টর, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ ও সার্ভিস সেক্টরের নেতৃত্ব দিয়েছেন। এর আগে তিনি সিটি ব্যাংকের হেড অব স্ট্রাকচার্ড ফাইন্যান্স এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসে হেড অব ইনভেস্টমেন্ট ব্যাংকিং পদে দায়িত্ব পালন করেন।
জাহাঙ্গীর আলম ২০০৪ সালে ইস্টার্ন ব্যাংক লিমিটেড-এ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) হিসেবে ক্যারিয়ার শুরু করেন এবং পরবর্তীতে সিনিয়র ম্যানেজার ও এভিপি পদে উন্নীত হন।
শিক্ষাজীবনে তিনি ছিলেন অত্যন্ত কৃতী। তিনি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করেন। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসিতে প্রথম বিভাগ এবং স্টার মার্কসহ উত্তীর্ণ হন।
এই নিয়োগ যমুনা ব্যাংকের নেতৃত্বে অভিজ্ঞ ও উদ্ভাবনী পেশাদারদের সম্পৃক্ত করার অঙ্গীকারেরই প্রতিফলন, যার মাধ্যমে টেকসই অগ্রগতি ও গ্রাহকসেবায় উৎকর্ষ সাধনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.