ফের তীব্র ট্রাম্প-মাস্ক বিরোধ, টেসলার শেয়ারে বড় ধস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলার সিইও এলন মাস্কের পুরনো বিরোধ আবারো প্রকাশ্যে ফিরে এসেছে। এই দ্বন্দ্বের প্রথম রাউন্ডেই প্রাক-বাজার লেনদেনে আজ (০১ জুলাই) টেসলার শেয়ারের দাম ৪% পর্যন্ত পড়ে গেছে।

মঙ্গলবার (স্থানীয় সময়) প্রি-মার্কেট ট্রেডে টেসলার শেয়ারে বড় পতন দেখা গেছে, যার পেছনে মূল কারণ ছিল মাস্ক ও ট্রাম্পের মধ্যে ফের শুরু হওয়া এ বাকযুদ্ধ।

বিরোধের সূচনা হয় এলন মাস্কের একাধিক পোস্ট দিয়ে, যেখানে তিনি এক “One Big Beautiful Bill” নামক একটি ব্যয়বহুল প্রস্তাবিত বিলের তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, এই বিল যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতিতে অতিরিক্ত ৫ ট্রিলিয়ন ডলার যোগ করবে। মাস্ক বলেন,

“যারা সরকারী ব্যয় হ্রাসের অঙ্গীকার করে নির্বাচিত হয়েছিলেন, তারা আগামীবারের নির্বাচনে পরাজিত হবেন — এটা আমার জীবনের শেষ কাজ হলেও।”

এই বক্তব্যে চটেছেন ডোনাল্ড ট্রাম্প। Truth Social-এ একাধিক পোস্টে তিনি টেসলা ও স্পেসএক্স-এর সরকারী সুবিধা পুনর্বিবেচনার হুমকি দেন। তিনি উল্লেখ করেন,

“ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (DOGE), যা কার্যত মাস্ক চালান, তারা যেন Musk-এর কোম্পানিগুলোর উপর থাকা সকল ভর্তুকি ভালোভাবে পর্যালোচনা করে।”

তিনি আরও বলেন, তিনি ইলেকট্রিক ভেহিকেল (EV) ম্যান্ডেটের বিরুদ্ধে।

এর আগেও গত ৫ জুন মাস্ক ও ট্রাম্পের মধ্যে সর্বশেষ প্রকাশ্য দ্বন্দ্বের সময়, টেসলার শেয়ার একদিনেই ১৪% পড়ে যায়। পরে তারা আপাতভাবে এক ‘সমঝোতায়’ পৌঁছায় এবং টেসলার শেয়ার মূল্য ২০% পর্যন্ত পুনরুদ্ধার করে।

তবে এসময়ে টেসলা খুবই গুরুত্বপূর্ণ একটি পর্যায়ে রয়েছে, কারণ কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের গাড়ি সরবরাহের তথ্য সামনে আসছে।

RBC Capital Markets-এর বিশ্লেষক টম নারায়ান ধারণা করছেন, দ্বিতীয় প্রান্তিকে টেসলা মাত্র ৩,৬৬,০০০ ইউনিট গাড়ি সরবরাহ করতে পারে।

এটি বাজারের গড় প্রত্যাশা (৪,০৬,০০০ ইউনিট, সূত্র: Visible Alpha)-এর চেয়ে অনেক কম।

এমন খারাপ ফলাফল এবং রাজনীতিক বিতর্ক একত্রে টেসলার জন্য বছরের দ্বিতীয়ার্ধে আরও চাপ তৈরি করতে পারে।

টেসলার ভবিষ্যৎ এখন নির্ভর করছে — শুধু ডেলিভারি সংখ্যার উপর নয়, বরং মাস্ক-ট্রাম্প নাটকের উপরেও।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.