পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স পিএলসি সর্বশেষ ঋণমান প্রকাশ করেছে। দেশের অন্যতম শীর্ষ ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড কোম্পানিটির ঋণমান নিরুপণ (Credit Rating) করেছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে এই মান নিরুপণ করা হয়েছে।
কোম্পানি সূত্র এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, স্বল্প মেয়াদে আইপিডিসি ফাইন্যান্সের ঋণমান এসটি-১। আর দীর্ঘ মেয়াদে ঋণমান হচ্ছে-এএএ। কোম্পানিটির ঋণমান ও আর্থিক স্বাস্থ্য সম্পর্কে প্রতিষ্ঠানটির পূর্বাভাস হচ্ছে-স্থিতিশীল (Stable)।
আগামী বছরের (২০২৬) ২৯ জুন পর্যন্ত এই ঋণমান বহাল থাকবে।
এর আগের তিন বছরও কোম্পানিটির স্বল্প মেয়াদে ঋণমান এসটি-১ এবং দীর্ঘ মেয়াদে ঋণমান এএএ ছিল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.