রোটারীর নতুন বর্ষে বিশ্ব শান্তির আহ্বান, বার্ষিক কর্মসূচী ঘোষণা

রোটারী ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র ২০২৫-২৬ বর্ষের সূচনাকে কেন্দ্র করে আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে রোটারীর বার্ষিক কর্মসূচী ঘোষণা করা হয় এবং যুদ্ধ ও সংঘাত পরিহার করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

সোমবার (৩০ জুন) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সাংবাদিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি কোঅর্ডিনেটর ও সাবেক গভর্নর ড. ইসতিয়াক জামান। তিনি বলেন, “বিশ্বব্যাপী রোটারীয়ানরা জীবন বিপন্ন করে যুদ্ধ ও সংঘাতপূর্ণ অঞ্চলে মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তে আর্তমানবতার সেবায় রোটারী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন রোটারীয়ান আবুল খায়ের চৌধুরী। আরও বক্তব্য রাখেন সাবেক গভর্নর শামসুল হুদা, রোটারীয়ান মাহমুদুল হাসান, ডা. ওমর শরীফ, রোটারীয়ান লুবনা আফরোজ প্রমুখ।

ড. ইসতিয়াক জামান ২০২৫-২৬ বর্ষের জন্য রোটারী বাংলাদেশের ঘোষিত বার্ষিক কর্মসূচীর মধ্যে উল্লেখ করেন—সার্বজনীন স্বাস্থ্যসেবা, ক্ষুদ্র শিল্প উন্নয়ন, বেকারদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান, সুপেয় পানির ব্যবস্থা, স্যানিটেশন এবং পরিবেশ উন্নয়ন সংক্রান্ত নানা উদ্যোগ।

সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রোটারী একটি মানবিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করে।

রোটারীর বর্ষশুরু উপলক্ষে আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তৃতা রাখছেন রোটারী নেতৃবৃন্দ।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.