যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ব্যাগে বিমানবন্দরে অস্ত্রের ম্যাগাজিন পাওয়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এটা ভুলে ব্যাগে ছিল। এটা একটা ভুল। কেউ জেনে-শুনে এটা করবে না।
সোমবার (৩০ জুন) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেকে বলছে তিনি (আসিফ মাহমুদ) একে-৪৭-এর লাইসেন্স পেয়েছেন। এটা একে-৪৭ নয়। এটা তারই একটি হাতিয়ার। তার একটি পিস্তলের খালি একটি ম্যাগাজিন ছিল। সেটি ভুলে রয়ে গিয়েছিল। এটা আসলে ভুলেই হয়েছে। অনেক সময় এমন হয় যে, আপনি একটা চশমা নিয়ে যাবেন কিন্তু চশমা না নিয়ে মোবাইল নিয়ে রওনা হয়ে গেছেন। এটা জাস্ট একটা ভুল। উনি যদি আগে জানতে পারতেন, তাহলে কোনো অবস্থাতেই এটা নিতেন না। ভবিষ্যতে কারো ক্ষেত্রে যেন বিমানবন্দরে বিশেষ সুবিধা দেয়া না হয়, সবার ক্ষেত্রে আইন যেন একইভাবে প্রয়োগ করে সে জন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে বলা হয়েছে।
তিনি বলেন, জুলাই আন্দোলনের এক বছর পূর্তিতে সবাই অনুষ্ঠান করবে, অংশগ্রহণ করবে। এখন পর্যন্ত এসব নিয়ে কোনও থ্রেট নাই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উপলব্ধি ভালো। আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। আরও উন্নতি হচ্ছে।
কুমিল্লার মুরাদনগরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা আছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নিয়েছে। যে ব্যক্তি অপরাধ করেছে তাকে এরইমধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। যারা ভিডিও করেছে তাদেরও আইনের আওতায় আনা হয়েছে। পটুয়াখালীর ঘটনাতেও আইনশৃঙ্খলা বাহিনীর কোনও ব্যর্থতা নেই।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.