গ্রিন ইউনিভার্সিটির নতুন লোগো উন্মোচন: সময়ের সঙ্গে আধুনিকতার ছোঁয়া

সময় ও আধুনিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ তাদের নতুন লোগো উন্মোচন করেছে। রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই নতুন লোগোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সোমবার (৩০ জুন) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘদিন ব্যবহৃত পুরনো লোগোর কিছু প্রযুক্তিগত ও নকশাগত সীমাবদ্ধতা থাকায় নতুন লোগোর প্রয়োজনীয়তা দেখা দেয়। নতুন লোগোতে সৃষ্টিশীলতা, প্রাসঙ্গিকতা ও ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবহারের সুবিধার কথা মাথায় রেখে রঙ, গাছের প্রতীক, টাইপোগ্রাফি ও ভারসাম্যপূর্ণ নকশার সমন্বয় ঘটানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, “লোগো কোনো প্রতিষ্ঠানের কেবল প্রতীক নয়—এটি তার দৃষ্টিভঙ্গি, আদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিফলন। গ্রিন ইউনিভার্সিটির নতুন লোগো আমাদের অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে বলে আমি বিশ্বাস করি।”

এদিন আরও একটি গর্বের মুহূর্ত উদযাপন করেছে বিশ্ববিদ্যালয় পরিবার। আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৫-এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গ্রিন ইউনিভার্সিটি দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই সাফল্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি ও কেক কাটার আয়োজন করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীরা এই অর্জনকে শিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিকীকরণের স্বীকৃতি হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ এবং রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) শেখ মোহাম্মদ সালাউদ্দিন (অব.)।

অর্থসুচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.