ঢাকায় অস্ট্রেলিয়ান হায়ার এডুকেশন রোডশো ২০২৫ অনুষ্ঠিত

রাজধানীর হোটেল শেরাটনে আজ অনুষ্ঠিত হলো ‘অস্ট্রেলিয়ান হায়ার এডুকেশন রোডশো ২০২৫’। আন্তর্জাতিক শিক্ষা পরামর্শ প্রতিষ্ঠান স্টাডিনেট-এর আয়োজনে এই দিনব্যাপী আয়োজনে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও ১২০০-এরও বেশি আগ্রহী শিক্ষার্থী সরাসরি অংশগ্রহণ করেন।

এই রোডশো ছিল বহু শিক্ষার্থীর জন্য তাদের উচ্চশিক্ষার যাত্রার সূচনা। অনেকেই প্রথমবারের মতো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান। তারা জেনেছেন কীভাবে অস্ট্রেলিয়ায় পড়াশোনা শুরু করা যায়, কোন কোর্স বা বিশ্ববিদ্যালয় তাদের জন্য উপযুক্ত হতে পারে, কীভাবে স্কলারশিপ পাওয়া যায়, এবং ভিসা প্রক্রিয়া কীভাবে সহজ করা যায়।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিনামূল্যে প্রোফাইল অ্যাসেসমেন্টের সুযোগ পেয়েছেন। স্টাডিনেটের অভিজ্ঞ পরামর্শকরা শিক্ষার্থীদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনুযায়ী তাদের জন্য উপযোগী স্টাডি রুট নির্ধারণে সহায়তা করেছেন। পাশাপাশি IELTS রেজিস্ট্রেশন, পোস্ট-স্টাডি ওয়ার্ক পারমিট ও পার্ট-টাইম কাজের সুযোগ নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

QS World University Rankings ২০২৫ অনুযায়ী, অস্ট্রেলিয়ার সাতটি বিশ্ববিদ্যালয় রয়েছে বিশ্বের শীর্ষ ১০০-এর মধ্যে। অস্ট্রেলিয়ার শিক্ষাব্যবস্থা কেবল বিশ্বমানের নয়, বরং স্নাতকোত্তর পর্যায়ের পর সহজেই চাকরি এবং স্থায়ী হওয়ার সুযোগ তৈরি করে। বর্তমানে প্রায় ২৫,০০০ বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন, যারা নতুন শিক্ষার্থীদের জন্য একটি সহায়ক কমিউনিটি গড়ে তুলেছেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী জানান, এই রোডশো তাদের জন্য ছিল চোখ খুলে দেওয়ার মতো অভিজ্ঞতা। তারা জানান, এত স্পষ্ট গাইডলাইন ও বাস্তব অভিজ্ঞতা এক জায়গায় পাওয়ার সুযোগ খুবই বিরল।

যারা ঢাকার ইভেন্টে উপস্থিত থাকতে পারেননি, তাদের জন্য রয়েছে আরেকটি সুযোগ। আগামী ৮ জুলাই চট্টগ্রামের হোটেল পেনিনসুলা-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোডশোর দ্বিতীয় ধাপ। চট্টগ্রামের শিক্ষার্থীরা এই সুযোগ কাজে লাগিয়ে নিতে পারেন নিজেদের উচ্চশিক্ষার পরিকল্পনা সাজাতে।

এছাড়া শিক্ষার্থীরা সপ্তাহে ছয় দিন (শনিবার থেকে বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা) স্টাডিনেটের বনানী, ধানমন্ডি, সিলেট ও চট্টগ্রাম অফিসে গিয়েও বিস্তারিত তথ্য ও ব্যক্তিগত সহায়তা নিতে পারবেন।

স্টাডিনেট শুধু একটি শিক্ষা পরামর্শ প্রতিষ্ঠান নয়—বরং এটি শিক্ষার্থীদের নির্ভরযোগ্য সহযাত্রী, যারা কোর্স সিলেকশন থেকে শুরু করে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, স্কলারশিপ প্রসেসিং ও ভিসা ফাইলিং পর্যন্ত প্রতিটি ধাপে ব্যক্তিগতভাবে পাশে থাকে।

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা মানেই কেবল একটি ডিগ্রি অর্জন নয়, বরং একটি নতুন জীবনের সূচনা—যেখানে রয়েছে আন্তর্জাতিক মানের শিক্ষা, উজ্জ্বল ক্যারিয়ারের সম্ভাবনা এবং একটি নিরাপদ ভবিষ্যতের দ্বার।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.