স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে থেকেই কাজ করুন, এনবিআরের কর্মকর্তাদেরে অর্থ উপদেষ্টা

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলমান অচলাবস্থার প্রেক্ষাপটে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আন্দোলনরতদের উদ্দেশ্যে বলেছেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে থেকেই মানুষের সেবা করুন। পক্ষপাতহীনভাবে কাজ করলে কোনো সমস্যা হওয়ার কথা নয়।”

সোমবার (৩০ জুন) বিকেলে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গত কয়েক মাস ধরে এনবিআর ঘিরে যে স্থবিরতা দেখা গেছে, তা প্রসঙ্গে তিনি বলেন, “এতে কিছুটা ক্ষতি হয়েছে, যা একেবারেই অপ্রত্যাশিত। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় তারা উল্লেখ করেছেন, বড় ধরনের লোকসান হয়েছে। তবে আমরা তা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি।”

তিনি বলেন, “জাতীয় স্বার্থসংশ্লিষ্ট একটি সার্ভিস বন্ধ করে দেওয়া কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য নয়। পোর্ট তো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি সরকার গড়ে তুলেছে। যেখান থেকে রাজস্ব আসে, সেটি বন্ধ রাখা রাষ্ট্রীয় দায়িত্বের পরিপন্থী।”

অর্থ উপদেষ্টা জানান, সমস্যাটি সমাধানযোগ্য এবং দ্রুতই এ বিষয়ে উপদেষ্টা পরিষদের মাধ্যমে প্রস্তাবনা দেওয়া হবে। “পাঁচজন উপদেষ্টা রয়েছেন, তারা বিষয়টি দেখছেন। শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে,” বলেন তিনি।

আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি চাই সবাই আন্তরিকভাবে কাজ করুন। যারা নিরপেক্ষ ও সৎভাবে কাজ করেন, তারা কখনো সমস্যায় পড়েন না। যারা নিয়ম ভাঙেন, তারা এক সময় জবাবদিহিতার আওতায় আসেন।”

এদিকে, এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এ বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। দুদক একটি স্বাধীন সংস্থা, তাদের নিজস্ব কার্যপরিধির মধ্যেই তারা কাজ করছে।”

অর্থ উপদেষ্টা জানান, সরকার ইতিমধ্যে ৭২টি রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বাজেট অনলাইন প্ল্যাটফর্ম SABRE+ ব্যবহার করে প্রস্তুত করেছে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে বাজেট প্রস্তুতিসহ বিভিন্ন আর্থিক মূল্যায়ন সহজ হয়েছে। ভবিষ্যতে প্রায় ৪০০ প্রতিষ্ঠানের বাজেট এই প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা রয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.