ইতালিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

ইতালির রোম শহরের কাছে মনতানিয়োলা এলাকায় ছুরিকাঘাতে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৮ জুন) রাত সাড়ে ১২টায় দেশটির রাজধানী রোমের নিকটবর্তী শহর মনতানিয়োলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মামুন মিয়ার (২৫) বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের আলগী কুড়েরপার গ্রামে। তিনি চার বছর আগে রোমানিয়া হয়ে ইতালিতে আসেন।

স্থানীয় সময় শনিবার রাতে বাদিয়া দি কাভা পার্কের পাশে ক্রিসটোফোরো কলোম্বো সড়কের ৭১৪ নম্বর বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতিদিনের মতো মামুন তার কাজ শেষ করে রাতে বাসায় ফেরার পথে রোমের মনতানিয়োলা এলাকার বাদিয়া দ্য কাভা পার্কের পাশে ক্রিসটোফার কলম্বো সড়কের ৭১৪ নম্বর বাস স্ট্যান্ডে এলে কয়েকজন মরক্কোর নাগরিক তার পথ আটকায়। এ সময় মরোক্কিয়ান ছিনতাইকারীরা মামুনের সঙ্গে থাকা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিতে চেষ্টা করলে মামুন বাধা দেয় এবং তাদের সঙ্গে হাতাহাতি হয়।

ছিনতাইকারীরা মামুনকে ছুরি দিয়ে তার পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় মামুন বাসায় ফিরে যাবার চেষ্টা করে কিন্তু পথে অন্যান্য বাঙালিরা তার এ অবস্থা দেখে জরুরি স্বাস্থ্য সেবার নম্বরে ফোন করে। পরে অ্যাম্বুলেন্সে চিকিৎসা কর্মীরা এসে পরীক্ষা-নিরীক্ষা করে মামুনকে মৃত ঘোষণা করে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.