রাশিয়ার হামলায় ইউক্রেনের যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

রাশিয়ার হামলায় ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। একইসঙ্গে ওই বিমানের পাইলটও নিহত হয়েছেন।

রোববার (২৯ জুন) মধ্যরাতে ইউক্রেনজুড়ে প্রায় সাড়ে পাঁচশ ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালায় রাশিয়া। এই হামলা প্রতিহত করতে গিয়ে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের কাছে অনেক তদবির করে আধুনিক এ যুদ্ধবিমান পেয়েছিল ইউক্রেন। যারমধ্যে এ পর্যন্ত তিনটি বিমান হারিয়েছে তারা। নিজেদের কাছে কতগুলো এফ-১৬ আছে সেটি কখনো স্পষ্ট করে জানায়নি ইউক্রেন।

যুদ্ধবিমান বিধ্বস্ত ও পাইলট নিহত হওয়ার ব্যাপারে ইউক্রেনের মিলিটারি এক বিবৃতিতে বলেছে, “গতকাল রাতে সাতটি আকাশ হামলা প্রতিহত করার পর, বিমানটি ক্ষতিগ্রস্ত হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিশাল হামলা প্রতিহতের সময় প্রথম শ্রেণির পাইলট লেফটেনেন্ট কর্ণেল ম্যাকসিম উস্তিমেনকো নিহত হন। ১৯৯৩ সালে জন্ম নেওয়া এ পাইলট এফ-১৬ যুদ্ধবিমান চালাচ্ছিলেন।”

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.