ভারতে পালানোর সময় বেনাপোল থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

ভারতে পালানোর সময় একাধিক হত্যা মামলার আসামি মো. সানোয়ারুজ্জামান যোশেফকে (৫২) বেনাপোল ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৯ জুন) সকাল ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে তার স্ত্রীও ছিলেন।

যোশেফ নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি ইউপির সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য
বেনাপোল ইমিগ্রেশনের ডাটাবেজ যাচাইয়ের পর দেখা যায়, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর ভিত্তিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে।

বেনাপোল ইমিগ্রেশনের উপ-পরিদর্শক জাকারিয়া হোসেন বলেন, ভারতে যাওয়ার সময় যোশেফের ডাটাবেজ যাচাই করা হলে একাধিক মামলা পাওয়া যায়, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াছ হোসাইন মুন্সি বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার আসামি যোশেফকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.