বিনিয়োগকারীবান্ধব নতুন ওয়েবসাইট চালু করল বিডা

দেশের বিনিয়োগ পরিকাঠামো আরো সহজতর করতে এবং বিদেশি ও দেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে নতুন ডিজাইনের ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

শনিবার (২৮ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়েছে, নতুন এই অনলাইন প্ল্যাটফরমটি দেশের বিনিয়োগ পরিকাঠামো আরো সহজতর করতে এবং বিদেশি ও দেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে। নতুন ওয়েবসাইটে বিডার ‘ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) হিটম্যাপ’-এ চিহ্নিত সম্ভাবনাময় খাতগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সেবা, নীতিগত দিকনির্দেশনা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিনিয়োগ সংস্থাগুলোর নির্ধারিত ফোকাল পয়েন্টদের হালনাগাদ তথ্যও যুক্ত করা হয়েছে। বিডার লোগোটিও আধুনিক রূপে পুনর্নির্মাণ করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, পুরনো ওয়েবসাইটটি ছিল একটি সাধারণ সরকারি পোর্টাল। সেটি সক্রিয়ভাবে বিনিয়োগ সহায়তার জন্য উপযোগী ছিল না। নতুন এই প্ল্যাটফরমটি বিনিয়োগকারীবান্ধব সেবা মডেলের প্রতি বিডার অঙ্গীকারকে বাস্তব রূপ দিয়েছে। এটি স্পষ্টতা ও কৌশলগত সম্পৃক্ততার ভিত্তিতে নির্মিত। নতুন ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের জানাতে চাই, বাংলাদেশ একটি বিনিয়োগবান্ধব দেশ হিসেবে গড়ে উঠছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.