রাজধানীতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ৬টার দিকে সচিবালয়ের মেট্রো স্টেশনের নিচ থেকে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কে এম রেজাউল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা ভোর সাড়ে ৫টার দিকে খবর পেয়ে সচিবালয়ের মেট্রো স্টেশনের নিচে অচেতন অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, স্থানীয়দের কাছে জানতে পারি ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে
কে এম রেজাউল ইসলাম বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার নাম শনাক্ত করা যাবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.