২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তদন্ত করতে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। হাইকোর্টের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। একইসাথে এই কমিটি ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশও প্রণয়ন করবে বলে বলা হয়েছে প্রজ্ঞাপনে।
এতে বলা হয়েছে, এই তিনটি নির্বাচন নিয়ে দেশে বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছে। এসব নির্বাচনে নানা কৌশলে জনগণের ভোট প্রদানের অধিকার ভূলুন্ঠিত করে সাজানো প্রক্রিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগকে নির্বাচিত করার জোরালো অভিযোগ রয়েছে।
এ প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে দেশে গণতন্ত্রকে সুরক্ষিত করতে এবং ফ্যাসিবাদ ও কর্তৃত্বপরায়ণ শাসনের আশঙ্কাকে প্রতিহত করতে এসব নির্বাচনে সংঘটিত দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.