ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডসে গোল্ড পদক জিতলো ব্র্যাক ব্যাংক

ব্র্যাক ব্যাংক ডিজিটাল প্রসেস ইনোভেশনের জন্য বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোসিস ফিন্যাকল থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। দশম ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫-এ ‘অটোমেটেড ট্রানজ্যাকশন প্রোফাইলিং রিভিউ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট’ উদ্যোগের জন্য প্রসেস ইনোভেশন ক্যাটেগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে ব্যাংকটি।

বৃহস্প্রতিবার (২৬ জুন) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৩ মে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি এই সম্মাননা গ্রহণ করেন ব্র্যাক ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার নুরুন নাহার বেগম।

এই পুরস্কারপ্রাপ্ত প্রকল্পটি ট্রানজ্যাকশন প্রোফাইলিং প্রক্রিয়াকে আধুনিকায়ন করেছে, যেখানে রিয়েল-টাইম ইনটেলিজেন্স ও অটোমেশন সংযুক্ত করে রেগুলেটরি কমপ্লায়েন্স, ম্যানুয়াল কার্যক্রমে নির্ভরতা হ্রাস, এবং ঝুঁকি মূল্যায়নকে আরও নিখুঁত করে তোলা হয়েছে।

বিশ্বব্যাপী ১০টি প্রতিযোগিতামূলক বিভাগের মধ্যে থেকে ৩০০টিরও বেশি মনোনয়ন থেকে বিজয়ী হওয়া ব্র্যাক ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন—যা কোর ব্যাংকিং আর্কিটেকচারে বুদ্ধিবৃত্তিক অটোমেশন ও অপারেশনাল এক্সেলেন্স যুক্ত করার কৌশলগত প্রয়াসের বড় স্বীকৃতি।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্বে) তারেক রেফাত উল্লাহ খান বলেন:

“এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের উদ্ভাবন ও গ্রাহক-কেন্দ্রিক অপারেশনের প্রতি অঙ্গীকারকে আরও জোরালো করেছে। প্রযুক্তি, গভর্নেন্স ও মানুষের কার্যকর সমন্বয় এই সাফল্যের মূলভিত্তি, যা বাস্তব রূপান্তর ঘটাতে সহায়তা করছে।”

ইনফোসিস ফিন্যাকলের চিফ এক্সিকিউটিভ অফিসার ও গ্লোবাল হেড সাজিত বিজয়কুমার বলেন: “যুগান্তকারী পরিবর্তনের সময়, উদ্ভাবনই ব্যাংকিংয়ের চালিকাশক্তি। ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডস সেই সব প্রতিষ্ঠানকে সম্মান জানায়, যারা সাহসী চিন্তা ও স্থায়ী প্রভাবের মাধ্যমে ব্যাংকিংয়ের ভবিষ্যৎ নির্মাণ করছে। এ বছরের বিজয়ীরা ব্যাংকিংয়ের উদ্দেশ্য ও দর্শনে নতুন মাত্রা যোগ করেছেন।”

‘অটোমেটেড ট্রানজ্যাকশন প্রোফাইলিং’ সলিউশনটি ব্র্যাক ব্যাংককে ভবিষ্যতমুখী, প্রযুক্তিনির্ভর ও ঝুঁকি-সচেতন একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক। এটি গ্রাহকের অভিজ্ঞতা উন্নত করে, ঝুঁকি ব্যবস্থাপনায় শক্তিশালী ভূমিকা রাখে এবং উদ্ভাবনের মাধ্যমে টেকসই ব্যাংকিং সক্ষমতা গড়ে তোলে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.