এবি ব্যাংকের উদ্যোগে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন

দেশের উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এবি ব্যাংক পিএলসির উদ্যোগে এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের SICIP প্রকল্পের অধীনে কক্সবাজারে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প্রতিবার (২৬ জুন) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের পরিচালক মোহাম্মদ আরিফুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক ও SICIP প্রকল্পের প্রোগ্রাম ডিরেক্টর মো. নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ আইয়ুব আলী এবং প্রোগ্রাম কো-অরডিনেটর মোহাম্মদ ফজলুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংকের হেড অব এসএমই ব্যাংকিং ইফতেখার এনাম আওয়াল।

এই মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কক্সবাজার অঞ্চলের সম্ভাবনাময় ২৫ জন তরুণ উদ্যোক্তা আধুনিক ব্যবসায়িক কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, বাজার বিশ্লেষণ, উদ্যোক্তা নীতি, এবং ব্যাংকিং সেবার ব্যবহার বিষয়ে বাস্তবমুখী জ্ঞান অর্জন করবেন।

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ উদ্যোক্তাদের শুধু ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধিতেই নয় বরং ব্যাংকিং সেবার আওতায় এনে টেকসই অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখতে সক্ষম হবে। উদ্যোক্তাদের দক্ষ করে তোলার মাধ্যমে এসএমই খাতে ব্যাংক ঋণের ব্যবহারও কার্যকরভাবে বৃদ্ধি পাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে এবি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও স্থানীয় উদ্যোক্তা, ব্যাংকার এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য হলো উদ্যোক্তাদের বাস্তবভিত্তিক ব্যবসায়িক শিক্ষা প্রদান, অর্থনীতির মূল ধারায় তরুণদের সম্পৃক্ত করা। ব্যাংকিং সেবার আওতায় নতুন উদ্যোক্তা সৃষ্টি ও টেকসই উন্নয়ন ও কর্মসংস্থান তৈরি করা।

এবি ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের যৌথ এই উদ্যোগ ভবিষ্যতে দেশের অন্যান্য অঞ্চলেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.