সবকিছু ঠিক থাকলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগস্টে মালয়েশিয়া সফর করতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, আমরা এটি নিয়ে কাজ করছি। আগামী কয়েক দিনের মধ্যে হয়তো নির্দিষ্ট তারিখ বলতে পারবো।
বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
কবে-নাগাদ এ সফর হতে পারে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা এটি আগস্ট মাসে করতে চাইছি।
সফরটি দ্বিপাক্ষিক কিনা প্রশ্নে চাইলে তিনি বলেন, যদি সফর হয়, তবে অবশ্যই দ্বিপাক্ষিক হবে।
এদিকে তেহরান থেকে ২৬ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত আনা হচ্ছে বলে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, আজকের (বৃহ্স্পতিবার) দিনের মধ্যে ২৬ জন পাকিস্তান সীমানার মধ্যে পৌঁছাবেন। সেখান থেকে পাকিস্তান সরকার তাদের করাচিতে নিয়ে যাবে। সেখান থেকে তারা দেশে ফিরে আসতে পারবেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তুরস্কের মাধ্যমে কিছু করা যায় কিনা, সেটি আমরা দেখছি। যেহেতু এখন যুদ্ধ বিরতি চলছে এবং মনে হচ্ছে না যে হুট করে আবার শুরু হবে; কাজেই- আমি অন্তত এক-দুজনের কথা জানি, যাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছিল, তারাই এখন আসতে চাইছে না। প্রকৃতপক্ষে যখন যুদ্ধ চলছিল, তখন মিশনের সঙ্গে অনেকের কথা হয়েছে, যারা কিছুটা দূরে ছিলেন এবং তারা আসতে আগ্রহী ছিলেন না।
পররাষ্ট্র মন্ত্রণালয় মূল ফোকাস বা মূল ফোকাল পয়েন্ট নয়- এ ধরনের সমালোচনা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি নিয়ে আমি কোনও কথা বলবো না। আমি যদি এখন একটি কথা বলি, আরেকটি বিতর্ক তৈরি হবে। এর প্রয়োজন নেই।
রাষ্ট্রদূত মো. সুফিউর রহমানকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছিল। তার বর্তমান স্ট্যাটাস কী, জানতে চাইলে তিনি বলেন, উনি এখানে এই পদে যোগ দেননি। এটুকু আমি বলতে পারি।
তার নিয়োগ বাতিল হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি যতটুকু বললাম, এটি বর্তমান অবস্থা।
ভারতের সঙ্গে ‘শীতল’ সম্পর্কের বিষয়ে জানতে চাইলে মো. তৌহিদ হোসেন বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক শীতল- এটি আমি বলতে চাই না। এটি একটি রি-অ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে। আমরা এটিকে সেভাবেই দেখি। আমাদের সদিচ্ছার কোনও অভাব নেই।
কোথায় রি-অ্যাডজাস্টমেন্ট হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সত্যিটাকে স্বীকার করি- বিগত সরকারের সঙ্গে ভারতের যে ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ভারত যেরকম সম্পর্ক প্রতিষ্ঠা করেছিল, আমাদের সঙ্গে বর্তমান সম্পর্ক সেই ধরনের নেই। কাজেই এটিকে আমি রি-অ্যাডজাস্টমেন্ট বলছি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.