বেবিচকের চেয়ারম্যানকে প্রত্যাহার

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়াকে প্রত্যাহার করা হয়েছে। তবে ঠিক কী কারণে প্রত্যাহার করা হয়েছে তা জানা যায়নি।

বৃহস্পতিবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ ১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিকের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। তবে তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন, সেটি এই প্রজ্ঞাপনে বলা হয়নি।

গত বছরের ৯ আগস্ট এয়ারভাইস মার্শাল মঞ্জুর ভুঁইয়াকে বেবিচকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.