বিওয়াইডির বহরে যুক্ত হলো দুই জাহাজ, বৈশ্বিক ইভি রপ্তানিতে গতি পাচ্ছে চীন

বিশ্বের সর্ববৃহৎ বৈদ্যুতিক যানবাহন (ইভি) নির্মাতা চীনের বিওয়াইডি (BYD) তাদের বৈশ্বিক পরিবহন সক্ষমতা বাড়াতে বহরে যুক্ত করেছে আরো দুটি আধুনিক রো-রো (Roll-on/Roll-off) জাহাজ। নতুন যুক্ত হওয়া এই দুটি জাহাজের নাম বিওয়াইডি চ্যাংশা এবং বিওয়াইডি জি’য়ান। প্রতিটি জাহাজে একসঙ্গে ৯ হাজার ২০০টি গাড়ি পরিবহন করার ক্ষমতা রয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

এই সংযোজনের মাধ্যমে বিওয়াইডির মালিকানাধীন সক্রিয় জাহাজের সংখ্যা এখন দাঁড়িয়েছে ছয়টিতে। এই ছয়টি জাহাজের সম্মিলিত পরিবহন সক্ষমতা বর্তমানে ৪৫ হাজার ৬০০টি গাড়ি। কোম্পানিটি জানিয়েছে, চলতি বছরের মধ্যেই আরো দুটি বৃহৎ জাহাজ তাদের বহরে যুক্ত হবে, যা অতিরিক্ত ১৬ জাজার ২০০টি গাড়ি পরিবহনের সুবিধা দেবে।

বিওয়াইডির এই পরিবহন নৌবহর নির্মিত হয়েছে চীনের নিজস্ব জাহাজ নির্মাণ শিল্পের সহায়তায়। প্রতিটি জাহাজে আধুনিক পরিবেশবান্ধব ইঞ্জিন প্রযুক্তি, উন্নত ন্যাভিগেশন সিস্টেম এবং উচ্চ নিরাপত্তাব্যবস্থা রয়েছে। কোম্পানিটির লক্ষ্য হলো—নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে রপ্তানি খরচ কমিয়ে এনে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা আরও বাড়ানো।

২০২৫ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত মাত্র পাঁচ মাসেই বিওয়াইডি রপ্তানি করেছে ৩ লাখ ৭৪ হাজার ২০০টি গাড়ি, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১২ শতাংশ বেশি।

এই অগ্রগতির পেছনে ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আমেরিকার বাজারে দ্রুত বিস্তৃত চাহিদাকে দায়ী করছেন বিশ্লেষকরা।

বিশ্বব্যাপী ইভি খাতে চীনের আধিপত্য আরও শক্তিশালী করতে বিওয়াইডির এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। টেসলার পর এখন বিওয়াইডি বৈশ্বিক বাজারে সবচেয়ে দ্রুত বাড়তে থাকা ইভি ব্র্যান্ডগুলোর একটি। কোম্পানিটি নিজস্ব জাহাজের মাধ্যমে রপ্তানি সক্ষমতা বাড়িয়ে বৈশ্বিক সরবরাহ চেইনের ওপর নির্ভরতা হ্রাস করছে।

বিওয়াইডির এই সম্প্রসারণ উদ্যোগ শুধু রপ্তানি সক্ষমতা নয়, বরং কোম্পানির স্ট্র্যাটেজিক স্বনির্ভরতাও তুলে ধরছে। সরাসরি নৌরুটের নিয়ন্ত্রণের মাধ্যমে কোম্পানিটি রপ্তানির সময়সীমা, খরচ এবং ঝুঁকি অনেকাংশেই নিয়ন্ত্রণে রাখতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বব্যাপী ইভির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বিওয়াইডির মতো কোম্পানিগুলোর সমন্বিত কৌশলই নির্ধারণ করবে ভবিষ্যতের বাজারচিত্র। নতুন জাহাজ যুক্ত হওয়ায় বিওয়াইডির রপ্তানি আরও গতিশীল ও দক্ষ হবে বলেই মনে করছেন শিল্প বিশ্লেষকরা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.