এএএ ক্রেডিট রেটিং পেল প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদী ক্রেডিট রেটিং ‘এএএ’ এ উন্নীত করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। একই সঙ্গে স্বল্পমেয়াদী রেটিং হিসেবে ব্যাংকটি পেয়েছে ‘এসটি-১’। গত বছরও এই রেটিংই পেয়েছিল ব্যাংকটি। এই স্বীকৃতি ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা, দায়িত্বশীল ব্যাংকিং ও দীর্ঘদিন ধরে গড়ে তোলা গ্রাহক আস্থার এক অনন্য স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সিআরএবি’র মূল্যায়নে বলা হয়েছে, প্রাইম ব্যাংকের শক্তিশালী মূলধন কাঠামো, বৈচিত্র্যময় ঋণ পোর্টফোলিও, পর্যাপ্ত ঝুঁকি সংরক্ষণ, স্বল্প ব্যয়ে টেকসই আমানত কাঠামো, দক্ষ পরিচালনা ব্যবস্থা, সুদৃঢ় তারল্য ও সচেতন ঝুঁকি ব্যবস্থাপনা—সব মিলিয়ে রেটিং উন্নীতির প্রধান ভিত্তি হিসেবে কাজ করেছে।

দীর্ঘমেয়াদে ‘এএএ’ রেটিং প্রাপ্তির মাধ্যমে প্রমাণিত হলো যে, প্রাইম ব্যাংকের আর্থিক ভিত্তি অত্যন্ত দৃঢ় এবং তাদের ঋণ পরিশোধে ঝুঁকি একেবারেই নগণ্য। অপরদিকে, ‘এসটি-১’ রেটিং প্রমাণ করে, ব্যাংকটির স্বল্পমেয়াদী দায় পরিশোধের সক্ষমতা অত্যন্ত উঁচু মানের। এতে করে ব্যাংকের তারল্য ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ তহবিল সঞ্চয় এবং পুঁজি আহরণে বিশেষ সহায়ক হয়েছে।

এই অর্জনের মাধ্যমে প্রাইম ব্যাংক তার অংশীজনদের কাছে আরও একবার নিজেদের একটি নির্ভরযোগ্য, স্থিতিশীল ও দৃঢ় আর্থিক অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করল। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আগামীতেও সততা, স্বচ্ছতা ও আর্থিক দায়িত্বশীলতার মাধ্যমে দেশের আর্থিক খাতে দৃঢ় অবস্থান ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.