আইসিএবির নতুন প্রেসিডেন্ট এন. কে. এ. মবিন

দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ২০২৫-২৬ মেয়াদের জন্য নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের (ইসিআরএল) নির্বাহী প্রেসিডেন্ট ও স্পনসর ডিরেক্টর এন. কে. এ. মবিন এফসিএ।

পাশাপাশি ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সুরাইয়া জান্নাত এফসিএ, মো. রোকোনুজ্জামান এফসিএ, মুহাম্মদ মেহেদী হাসান এফসিএ ও মো. মনিরুজ্জামান এফসিএ। তাঁরা গতকাল মঙ্গলবার (২৪ জুন) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বিদায়ী প্রেসিডেন্ট মারিয়া হাওলাদার এফসিএ সাফল্যের সঙ্গে তাঁর মেয়াদ পূর্ণ করেছেন।

বুধবার (২৫ জুন) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রেসিডেন্ট এন. কে. এ. মবিন বর্তমানে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের (ইসিআরএল) নির্বাহী প্রেসিডেন্ট ও স্পনসর ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৯ সাল থেকে আইসিএবির কাউন্সিল সদস্য এবং দুই দফা ভাইস-প্রেসিডেন্ট ছিলেন। এন. কে. এ. মবিন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী এন. কে. এ. মবিন সুইডিশ ম্যাচ, কাফকো, নোভার্টিস বাংলাদেশ ও গ্রামীণফোন লিমিটেডে গুরুত্বপূর্ণ পদে ২৫ বছর কাজ করেছেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, দ্য সিটিজেন ব্যাংক পিএলসি ও আরও একাধিক তালিকাভুক্ত কোম্পানিতে স্বাধীন পরিচালক হিসেবে যুক্ত আছেন। পাশাপাশি তিনি রোটারিয়ান ও কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্য।

অন্যদিকে বাংলাদেশের প্রথম নারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট সুরাইয়া জান্নাত বর্তমানে বিশ্ব ব্যাংকে দক্ষিণ এশিয়া অঞ্চলের লিড গভর্ন্যান্স স্পেশালিস্ট হিসেবে কর্মরত। তিনি ব্র্যাক ও সেভ দ্য চিলড্রেনসহ আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি পাবলিক ফাইন্যান্স, স্বচ্ছতা ও কর্পোরেট গভর্নেন্স বিষয়ে বিশ্বব্যাপী প্রশিক্ষণপ্রাপ্ত এবং আইসিএবির বিভিন্ন কমিটির সদস্য। সামাজিক উদ্যোগ ও নারী নেতৃত্বেও তিনি সক্রিয় এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

ভাইস-প্রেসিডেন্ট মো. রোকোনুজ্জামান আইসিএবির একজন ফেলো সদস্য ও একনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার। জিএসকে বাংলাদেশে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি আইসিএবির শিক্ষা ও গবেষণা কাজে সক্রিয়। তিনি ইআরপি ও এসএপি বাস্তবায়নে সফল এবং গণমাধ্যমে অর্থনীতিবিষয়ক বিশ্লেষণেও অংশ নিয়ে থাকেন।

ভাইস-প্রেসিডেন্ট মুহাম্মদ মেহেদী হাসান কেপিএমজি বাংলাদেশে পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছেন। আইসিএবি, আইসিএইডব্লিউ, এসিসিএ ও আইসিএমএবির সদস্য তিনি। অডিট, ট্যাক্স ও পরামর্শ সেবায় তাঁর রয়েছে উল্লেখযোগ্য অভিজ্ঞতা। শেভরন, গ্ল্যাক্সোস্মিথক্লাইনসহ একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানে তিনি কাজ করেছেন।

ভাইস-প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান আইসিএবির চট্টগ্রাম রিজিওনাল কমিটির সাবেক সভাপতি এবং বর্তমানে আলম এম. জামান অ্যান্ড কোং-এ ম্যানেজিং পার্টনার হিসেবে কাজ করছেন। তিনি আর. এম. গ্রুপে সিএফও এবং এস. এল. গ্রুপে নির্বাহী পরিচালক ছিলেন। ট্যাক্স, ভ্যাট ও অডিট প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে এবং সামাজিক কাজে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে।

অর্থসূচক

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.